সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে অহিংস আন্দোলন সহিংস হয় গত ১৫ জুলাই থেকে। পরের দিন রংপুরে ছাত্রদের উপর গুলি চালায় পুলিশ। ছড়িয়ে পড়ে আন্দোলন। বিক্ষোভে উত্তাল হয়ে উঠে গোটা দেশ। পুলিশের গুলিতে কয়েক শ মানুষ প্রাণ হারায়। ছাত্রদের আন্দোলন পরে সরকার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। ৩৬ দিনের মাথায় ছাত্র–জনতার আন্দোলন সফল হয়। ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ঢাকাসহ সারা দেশে দেয়ালে দেয়ালে ঠাঁই পায় প্রতিবাদী নানা স্লোগান, ছবি, কার্টুন আর গ্রাফিতি।