প্রচ্ছদ
আন্দোলনের ৩৬ দিন
প্রথম আলোতে খবর
ছবি
ভিডিও
ক্যামেরায় বিদ্রোহ
সেরা ১০ ছবি
প্রথম স্থান
মো. আহছান উল্লাহ রিফাত
কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা
৪ আগস্ট ২০২৪:
টিন, রাস্তার ডিভাইডার, খালি পানির ট্যাংক ইত্যাদিকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীরা অকুতোভয় গেরিলাযোদ্ধার মতো পুলিশের আক্রমণ মোকাবিলা করে।
দ্বিতীয় স্থান
গালিব শাহরিয়ার স্বপ্নীল
মেরুল বাড্ডা, ঢাকা
১৬ জুলাই ২০২৪:
সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবর্তন, ঐক্য ও সংস্কারের জন্য তাদের দাবিতে রাস্তায় নেমে আসে। মিছিলে–স্লোগানে প্রকম্পিত করে তোলে রাজপথ।
তৃতীয় স্থান
আব্দুল্লাহ আল যুবায়ের
কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা
৪ আগস্ট ২০২৪:
সন্ধ্যায় ঢাকা মেডিকেলে আসা বেনামী লাশগুলো নিজ উদ্যোগে শহীদ মিনারে নিয়ে আসেন কয়েকজন। তাঁদের উদ্দেশ্য ছিল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানানো। ছবির শহীদ কিশোরটির বয়স ১৫ বা ১৬। নাম–পরিচয় জানা যায়নি।
হাসানুর রহমান মারুফ
শহীদ মিনার, পঞ্চগড়
৫ আগস্ট ২০২৪:
বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে পঞ্চগড় শহীদ মিনারে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন করে। যেখানে আলোর প্রতীকী ব্যবহার তরুণদের অসাম্য এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধের প্রতিফলন ঘটায়।
মো. সাব্বির
শাহবাগ, ঢাকা
১১ জুলাই ২০২৪:
ছাত্র–জনতার আন্দোলনের শুরুর দিকের একদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা প্রথমবারের মতো পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের দিয়ে এগিয়ে যাচ্ছে।
তৌহিদুজ্জামান খান
শাহবাগ, ঢাকা
৩ আগস্ট ২০২৪:
বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার মিছিলে মানুষের ঢল, আবেগ, দেশপ্রেম ছিল সত্যিই মুগ্ধ করার মতো। বিভিন্ন পেশাজীবীর মানুষের সঙ্গে রাস্তায় নেমে আসা কিশোরেরাও দিয়েছে দীপ্ত স্লোগান।
তৌহিদুজ্জামান খান
চানখাঁরপুল, ঢাকা
১৬ জুলাই ২০২৪:
ছাত্র–জনতার সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ–কর্মীদের সংঘর্ষের পর রাস্তায় অগ্নিসংযোগ। পতাকা হাতে সাহসী তরুণেরা নিয়েছিল ‘নতুন বাংলাদেশ’ গড়ার শপথ।
মো. ওমর ফারুক
নিউ মার্কেট, চট্টগ্রাম
৫ আগস্ট ২০২৪:
সরকার পতনের পর উদ্যাপনে উদ্দীপ্ত ‘জেনারেশন জেড’–এর উচ্ছ্বাস। তাঁদের হাত উঁচু করা ও হাসিমুখের অভিব্যক্তি যেন নতুন স্বাধীনতার প্রতীক। বিজয়ের এই উল্লাস–মিছিলে মেয়েদের সঙ্গে ছিলেন মায়েরাও।
সনি রামানি
মালিবাগ, ঢাকা
১৮ জুলাই ২০২৪:
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেটে ছোড়ে পুলিশ। ক্ষত–বিক্ষত অবস্থায়ও রাজপথ ছাড়েনি এই শিক্ষার্থী।
শাহরিয়ার আমিন ফাহিম
মিরপুর–বনানী উড়ালসড়ক, ঢাকা
৫ আগস্ট ২০২৪:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে অসংখ্য সাধারণ মানুষ। বিজয়ের মুহূর্ত উদ্যাপনে শামিল হয়েছিল এই পরিবারও।
নির্বাচিত ছবি
মো. আরিফুজ্জামান
বিজয় সরণি, ঢাকা
৫ আগস্ট ২০২৪:
ঢাকার আন্দোলনকারীদের বড় একটা অংশ গণভবনের ভেতরে ঢুকে বিজয় উদ্যাপন করে। তখন গণভবনের সামনের রাস্তায় ছিল হাজার হাজার মানুষ। আকাশে ছিল হেলিকপ্টারের টহল।
মো. শামীম উল ইসলাম
নিউ মার্কেট, চট্টগ্রাম
৫ আগস্ট ২০২৪:
তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর পেয়ে উল্লাসে ফেটে পড়ে ছাত্র–জনতা। জাতীয় পতাকা ঘিরে থাকা তাঁদের স্লোগানে মুখরিত হয় চট্টগ্রামের রাজপথ।
সাইফুল ইসলাম
আমস্টারডাম ড্যাম স্কয়ার, নেদারল্যান্ডস
১৮ জুলাই ২০২৪:
The protest was on behalf of Bangladeshi students who were getting oppressed by the BAL. The protest was arranged by the Bangladeshi community in the Netherlands.
সাজিদ রুবায়েত
শাহবাগ, ঢাকা
৩ আগস্ট ২০২৪:
ঝরে পড়া স্বাধীনতাকামী একটি ফুল এবং চারদিকে পাতার মড়মড়ে ধ্বনিরূপ। রাজপথের সহযোদ্ধার লাশ নিয়ে যেতে যেতে কান্না থামাতে পারেনি ওরা।
তাওহীদুজ্জামান তপু
ধানমন্ডি–১, ঢাকা
২৯ জুলাই ২০২৪:
ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও ধরপাকড় চালায়। দুপুরে ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকার দৃশ্য।
মোস্তফা নূরুল ইসলাম রেজা
শিববাড়ি, খুলনা সদর
৫ আগস্ট ২০২৪:
যে ছাত্র-যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে ১৫ বছরের অন্ধকার শেষে নতুন আলোয় দেশকে ভাসিয়ে দিল, তখন তারাও আনন্দে মাটি থেকে অনেক উপরে ভাসছিল!
এম মুনেম মোস্তাকিম
কারওয়ান বাজার, ঢাকা
৪ আগস্ট ২০২৪:
সকাল থেকেই থেমে থেমে চলছিল পুলিশ এবং ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ছাত্র–জনতার সংঘর্ষ। ধারালো অস্ত্র হাতে আন্দোলনকারীদের প্রতিরোধ করতে রাস্তায় দেখা যায় একজনকে।
মোহাম্মদ শাহজাহান
চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম
২৯ জুলাই ২০২৪:
বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দিলে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সংঘর্ষ বাধে। উত্তপ্ত বাক্যবিনিময়ে নিজেদের দাবি ও অধিকার আদায়ে সোচ্চার ছিল নারীরাও।
শাহ রিয়াজ
নিউমার্কেট, চট্টগ্রাম
৩ আগস্ট ২০২৪:
‘কোনোকালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।’ কাজী নজরুল ইসলামের এই কবিতার লাইনগুলোই যেন সত্যি হয়ে ধরা দিয়েছিল ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে।
মো. নাসের ইয়ামীন
শাহবাগ, ঢাকা
৪ আগস্ট ২০২৪:
দুপুর বেলা, শাহবাগ চত্বরে হাজার হাজার মানুষ। চারুকলার সামনের রাস্তায় সশস্ত্র পুলিশের ব্যারিকেড। কারও যাওয়ার কোনো উপায় নেই। হঠাৎ দেখি, কুকুরটি পুলিশের সামনে গিয়ে নির্ভীক চিত্তে বসে পড়ল।
মো. সৌরভ
যাত্রাবাড়ী, ঢাকা
১২ জুলাই ২০২৪:
সরকারি চাকরিতে কোটা–পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ছোড়ে পুলিশ। তবুও রাজপথ থেকে হটাতে পারেনি তাদের।
আব্দুল্লাহ আল যুবায়ের
নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
১৭ জুলাই ২০২৪:
আন্দোলন, সংঘর্ষ ও প্রতিরোধে উত্তাল রাজপথ। পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান। ছাত্রদের সাহসী মনোভাব বনাম পুলিশের আগ্রাসন। অগ্নিসংযোগ, ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ।
মো. আহছান উল্লাহ রিফাত
কারওয়ান বাজার, ঢাকা
৪ আগস্ট ২০২৪:
তৎকালীন সরকার–সমর্থিত দুষ্কৃতকারীরা পুলিশের সহায়তায় বাংলামোটরে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর গুলি করে। আন্দোলনকারীরা দুষ্কৃতকারী ও পুলিশকে পাল্টা ধাওয়া দিয়ে ফার্মগেটের দিকে পিছু হটায়।
মো. ওমর ফারুক
নিউ মার্কেট, চট্টগ্রাম
৫ আগস্ট ২০২৪:
অবশেষে কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত হলো। স্বৈরাচার সরকারের পতনের পর জাতীয় পতাকা হাতে রাজপথে উল্লাসে মাতে নানা বয়সের মানুষ। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ছবি–ভিডিও ধারণ করে অনেকেই।
সেরা ১০ ভিডিও
প্রথম স্থান
মো. সোহাগ মিয়া
প্রেসক্লাব চত্বর, বরগুনা
১৬ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪:
সারা দেশের মতো বরগুনাতেও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সভা–সমাবেশ ও মিছিল প্রতিহত করতে লাঠিচার্জ করে পুলিশ।
দ্বিতীয় স্থান
মো. আহছান উল্লাহ রিফাত
কারওয়ান বাজার, ঢাকা
৪ আগস্ট ২০২৪:
কারওয়ান বাজার এলাকা দখলে নেওয়া পুলিশ এবং সরকারদলীয় হামলাকারীরা বাংলামোটরের দিকে এগোনোর চেষ্টা করলে ছাত্রজনতা গুলির ভয় উপেক্ষা করে তাদের ফার্মগেটের দিকে ধাওয়া দেয়। এ সময় হাতের কাছে যা ছিল, তা–ই ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীরা।
তৃতীয় স্থান
মো. ইব্রাহিম প্রধান
যাত্রাবাড়ি, ঢাকা
৫ আগস্ট ২০২৪:
এক টুকরো কাগজে নিজের নাম, মায়ের মোবাইল নাম্বার, ঠিকানা এবং অপর পৃষ্ঠায় স্ত্রীর মোবাইল নাম্বার লিখে পকেটে নিয়ে যখন বাসা থেকে বের হই, তখনও জানতাম না কী হতে যাচ্ছে। ভাগ্যেই বা কী লেখা আছে। পরবর্তী ইতিহাস তো সবারই জানা।
আলামিন হোসাইন
নিউমার্কেট এলাকা, ঢাকা
১৯ জুলাই ২০২৪:
চোখের সামনে এরকম দৃশ্য দেখব—কখনো ভাবিনি। মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিক্ষোভকারী ছাত্র–জনতা। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি করার ঘটনার কথা ভুলতে পারব না কখনোই।
রহিম সৈকত
শাহ আমানত সেতু, চট্টগ্রাম
১৮ জুলাই ২০২৪:
চারপাশে গুলি আর টিয়ার শেলের শব্দ। ভীতিকর অবস্থা। আধুনিক অস্ত্রে সজ্জিত বিপুলসংখ্যক র্যাব, বিজিবি ও পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছিল ছাত্র–জনতা। পুরো দক্ষিণ চট্টগ্রাম বিচ্ছিন্ন ছিল ৫ ঘণ্টারও বেশি সময়।
মারিয়া রহমান
বরিশাল বিশ্ববিদ্যালয়
১৮ জুলাই ২০২৪:
ভোরবেলা পুলিশ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরোধ করে এবং ছাত্রদের আন্দোলন কর্মসূচিতে বাধা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ গেট বন্ধ করে দেয়। এমতাবস্থায় ছাত্ররা গেট ভেঙে বের হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। চলে ধাওয়া–পাল্টা ধাওয়া।
মো. ইমরান হোসেন ইমু
বহদ্দারহাট, চট্টগ্রাম
১৮ জুলাই ২০২৪:
পুলিশের সঙ্গে ছাত্র-জনতার ধাওয়া পাল্টা–ধাওয়া, গুলি বর্ষণ, টিয়ার শেল ও ইটপাটকেল নিক্ষেপ। হতাহত হয় অসংখ্য মানুষ। দিনভর চলে থেমে থেমে সংঘর্ষ। একপর্যায়ে ছাত্রজনতার প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় পুলিশ।
রাকিব হাসান
সাতমাথা, বগুড়া
২ আগস্ট ২০২৪:
সারা দেশের মতো বগুড়ায়ও হাজারো মানুষ নিজেদের অধিকার ও ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে। সেই উত্তাল মুহূর্ত এবং জনগণের উদ্দীপনা ও আন্দোলনের গুরুত্বপূর্ণ এই দৃশ্যগুলো বগুড়ার রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
আসাদুজ্জামান আরমান
সিটি বাজার, রংপুর
৪ আগস্ট ২০২৪:
দুপুর ১২টার দিকে নগরীর বেতপট্টি এলাকায় আওয়ামী লীগ অফিসের দিক থেকে ছাত্রলীগ-যুবলীগের একটি মিছিল সিটি কর্পোরেশন ও সিটি বাজারের দিকে আসতে থাকে। এ সময় টাউন হলের সামনে অবস্থানরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
মো. মানজুর হোছাঈন মাহি
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা
৫ আগস্ট ২০২৪:
‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির আওতায় শহীদ মিনারে জনসমাবেশ হওয়ার কথা ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে মানুষ জড়ো হতে থাকে। সকাল ১০টার দিকে শহীদ মিনারে জড়ো হওয়া মানুষের ওপর নানা দিক থেকে আক্রমণ করে পুলিশ।
নির্বাচিত ভিডিও
নাফিস ফুয়াদ
কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা
৫ আগস্ট ২০২৪:
৫ আগস্ট বাংলাদেশ এক ঐতিহাসিক রাজনৈতিক পটপরিবর্তনের সাক্ষী হয়। গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। এই ঘটনাকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে আখ্যায়িত করা হয়। এই ভিডিওতে জনতার উল্লাস ধারণ করা হয়েছে, যাতে ফুটে উঠেছে বাংলাদেশে গণতন্ত্রের বিজয়ের চিত্র।
মো. মানজুর হোছাঈন মাহি
রোকেয়া হলের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৭ জুলাই ২০২৪:
পূর্বঘোষিত কর্মসূচি ‘গায়েবানা জানাজা’ শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র–জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আসতে চাইলে তাদের ওপর টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
মোহাম্মদ শাহজাহান
বহদ্দারহাট, চট্টগ্রাম
১৮ জুলাই ২০২৪:
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে ছাত্র–জনতার দিনব্যাপী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এদিনের ঘটনায় এক ছাত্র নিহত হয় এবং আহত হয় উভয়পক্ষের শতাধিক মানুষ।
নূর মোহাম্মদ হাসান শুভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
৪ জুলাই ২০২৪:
কোটা সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে আদালত থেকে ৩০% কোটা বহাল রেখে রায় জানানো হলে সারা দেশের মতো রাজশাহীর শিক্ষার্থীরাও তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে সবাই মেইন গেটে এসে বসে পড়ে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ। এরই মধ্যে নামে বৃষ্টি!
মো. আহসান হাবীব
চাষাড়া, নারায়ণগঞ্জ
১৬ জুলাই ২০২৪:
নারায়ণগঞ্জে আন্দোলনের শুরু থেকেই প্রায় প্রতিদিন চাষাড়া থেকে ২ নং রেল গেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান করি। শিক্ষার্থীদের প্রবল প্রতিরোধের মুখে সাঁজোয়া যান নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পুলিশ।
মো. মাহাদি হাসান পনম
জেলখানার মোড়, নরসিংদী
১৮ জুলাই ২০২৪:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে পুলিশের গুলিতে সর্বপ্রথম শহীদ হন নবম শ্রেণির ছাত্র তাহমিদ ভূঁইয়া। তার লাশ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সহপাঠী ও আন্দোলনকারীরা। মিছিল–স্লোগানে উত্তাল হয় রাজপথ। তাহমিদের মৃত্যু এই আন্দোলনকে আরও বেগবান করে তোলে।