১/১০

সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?

Qiuz answer

সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। সূর্য থেকে বুধের গড় দূরত্ব প্রায় ৫ কোটি ৯০ লাখ কিলোমিটার। তবে এই দূরত্ব কম-বেশি হয়।

বুধ

বৃহস্পতি

পৃথিবী

মঙ্গল

২/১০

সৌরজগতের মোট ভরের কত ভাগ সূর্যের ভর?

Qiuz answer

সৌরজগতের সবচেয়ে বড় বস্তু সূর্য। সৌরজগতের মোট ভরের ৯৯.৮ শতাংশই সৌরঅধিপতির দখলে।

৭০.২ ভাগ

৫৫.৪ ভাগ

৪৩.৩ ভাগ

৯৯.৮ ভাগ

৩/১০

কোন দুটি বস্তুর দূরত্বকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে?

Qiuz answer

পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে বলে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (এইউ)। এক এইউ প্রায় ১৫ কোটি কিলোমিটারের সমান।

সূর্য ও চাঁদ

পৃথিবী ও চাঁদ

সূর্য ও নেপচুন

পৃথিবী ও সূর্য

৪/১০

সূর্যে ঘটা নিউক্লিয়ার ফিশনে হাইড্রোজেন মৌল কিসে পরিণত হয়?

Qiuz answer

সূর্যের মূল জ্বালানী হাইড্রোজেন। এখন পর্যন্ত সূর্যে মূলত হাইড্রোজেন-হাইড্রোজেন ফিউশন বিক্রিয়ায় হিলিয়াম তৈরি হয়। অর্থাৎ দুটো হাইড্রোজেনের নিউক্লিয়াস যুক্ত হয়ে তৈরি হয় হিলিয়াম নিউক্লিয়াস।

হাইড্রোজেন

হিলিয়াম

লোহা বা আয়রন

ইউরেনিয়াম

৫/১০

সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে?

Qiuz answer

সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। এই সময়ের মধ্যে আলো প্রায় ১৫ কোটি কিলোমিটার পথ পাড়ি দেয়। কারণ, আলো সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার বেগে ছোটে।

২ মিনিট

৮ মিনিট ২০ সেকেন্ড

৩০ মিনিট

কোনোটিই নয়

৬/১০

কোন নভোযান সূর্যের করোনা অঞ্চলে পৌঁছেছে?

Qiuz answer

সূর্যের করোনা অঞ্চলে পৌঁছেছে পার্কার নভোযান। ২০১৮ সালের ১২ আগস্ট এটি যাত্রা শুরু করে। সূর্যের সবচেয়ে কাছে পৌঁছা একমাত্র নভোযানও এটিই।

হাবল নভোদুরবিন

পার্সিভিয়ারেন্স নভোযান

পার্কার নভোযান

ইউক্লিড নভোযান

৭/১০

সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?

Qiuz answer

সূর্যের কোর বা কেন্দ্রের তাপমাত্রা ১৫০ কোটি ডিগ্রি সেলসিয়াস। সৌরপৃষ্ঠের তাপমাত্রা অবশ্য অনেক কম। ৫ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস।

৩ লাখ

১৫০ কোটি

৭০০ কোটি

৫০০ কোটি

৮/১০

সূর্যের বয়স কত?

Qiuz answer

সূর্যের বয়স প্রায় ৪৫০ কোটি বছর। এখন সূর্য আছে জীবনের মাঝামাঝি অবস্থায়। বিজ্ঞানীদের মতে, সূর্য আরও ৫০০ কোটি বছর এভাবেই থাকবে।

১২০ কোটি বছর

৪৫০ কোটি বছর

৫০০০ কোটি বছর

৫ লাখ কোটি বছর

৯/১০

সূর্যের ভরের মোট কত শতাংশ হাইড্রোজেন?

Qiuz answer

সৌরগঠনে সবচেয়ে বেশি অবদান হাইড্রোজেনের। শতকরা ৭১ ভাগ হাইড্রোজেন। তবে পরমাণুর ভিত্তিতে এটা আরও বেশি। প্রায় ৯১ ভাগ।

৭১ ভাগ

৩৭ ভাগ

২৮ ভাগ

৯ ভাগ

১০/১০

সূর্যের চারপাশে কয়টি গ্রহ ঘুরছে?

Qiuz answer

সৌরজগতের গ্রহ ৮টি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন। প্লুটোকে একসময় গ্রহ হিসেবে গণ্য করা হতো। কিন্তু এটিকে এখন বামন গ্রহ বলা হয়।

৭টি

৮টি

৯টি

১১টি

প্রশ্নের উত্তর বাকি

Winner Close to Win Medium Loser
/ ১০

দুঃখিত, আপনি খুব একটা ভালো করতে পারেননি। আরও ভালো করতে বিজ্ঞানচিন্তা পড়ুন।

আপনি মোটামুটি ফলাফল করেছেন। আরেকটু চেষ্টা করলেই ভালো করতে পারবেন। বিজ্ঞানচিন্তা অনলাইনে আরেকটু চোখ বুলিয়ে নিন।

বাহ, দারুণ! আরেকটু চেষ্টা করলেই আপনি ১০/১০ পাবেন। সে জন্য বিজ্ঞানচিন্তা অনলাইনে আরেকটু চোখ বুলিয়ে নিন।

একদম দশে দশ! চমৎকার ফলাফলের জন্য আপনাকে অভিনন্দন!