১/১০

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান কার?

Qiuz answer

এবারের আগে ৮০০৪ রান করেছেন কোহলি। আর কারও ৭ হাজার রানও নেই।

ডেভিড ওয়ার্নার

বিরাট কোহলি

রোহিত শর্মা

শিখর ধাওয়ান

২/১০

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট কার?

Qiuz answer

ভারতীয় স্পিনার এবারের আগে ২০৫ উইকেট পেয়েছেন। আর কারও ২০০ উইকেট নেই।

ডোয়াইন ব্রাভো

পীযূষ চাওলা

ভুবনেশ্বর কুমার

যুজবেন্দ্র চাহাল

৩/১০

বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী কোন ক্লাবে খেলেননি?

Qiuz answer

লেস্টারসহ সিনিয়র ক্যারিয়ারে চারটি ক্লাবে খেলেছেন হামজা, এর মধ্যে নেই সাউদাম্পটন।

ওয়াটফোর্ড

বার্টন আলবিয়ন

শেফিল্ড ইউনাইটেড

সাউদাম্পটন

৪/১০

প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি কার?

Qiuz answer

২০ মার্চ পর্যন্ত স্বীকৃত ক্রিকেটে ৪৮টি সেঞ্চুরি এনামুল হকের।

এনামুল হক

তামিম ইকবাল

নাঈম ইসলাম

মুমিনুল হক

৫/১০

আর্জেন্টিনা সর্বশেষ কোন বিশ্বকাপে সুযোগ পায়নি?

Qiuz answer

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সর্বশেষ ১৯৭০ বিশ্বকাপে সুযোগ পায়নি।

১৯৫৪

১৯৬৬

১৯৭০

১৯৭৪

৬/১০

টেস্ট ও ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পাওয়া একমাত্র ব্যাটসম্যান কে?

Qiuz answer

টেস্ট ও ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের আবিদ আলী।

আবিদ আলী

আলী নাকভি

ফাফ ডু প্লেসি

লরেন্স রো

৭/১০

উয়েফা নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন কারা?

Qiuz answer

২০২৩ সালের ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়নস হয় স্পেন।

ইতালি

পর্তুগাল

ফ্রান্স

স্পেন

৮/১০

আইপিএলে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটা ভাগাভাগি করছে চেন্নাই ও মুম্বাই। কয়বার?

Qiuz answer

রেকর্ড পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস।

৯/১০

ওয়াদিফা আহমেদ বাংলাদেশের কততম মহিলা আন্তর্জাতিক মাস্টার?

Qiuz answer

ওয়াদিফার আগে এই খেতাব পেয়েছে রানী হামিদ, শামীমা সুলতানা ও শিরিন সুলতানা।

১০/১০

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে ২০২৬ বিশ্বকাপ ফুটবল খেলা নিশ্চিত করেছে কোন দল?

Qiuz answer

এশিয়া থেকে টানা অষ্টমবার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে জাপান।

আর্জেন্টিনা

ইরান

জাপান

নিউজিল্যান্ড

প্রশ্নের উত্তর বাকি

Winner Close to Win Medium Loser
/ ১০

অভিনন্দন! খেলা নিয়ে আপনার জানাশোনা দারুণ। একটা ট্রফি অবশ্যই আপনার প্রাপ্য।

বাহ্, দারুণ! আরেকটু চেষ্টা করুন, দশে দশ পাওয়া আপনার জন্য কঠিন কিছু নয়।

আপনি বেশ ভালো করেছেন। খেলার খোঁজখবর ভালোই রাখেন দেখছি।

আপনি পাশ মার্ক পেয়েছেন, বলা যায়। আরও ভালো করার সুযোগ যে আছে, তা তো বুঝতেই পারছেন।

দুঃখিত, আপনি ভালো করতে পারেননি। খেলা নিয়ে আরও খোঁজখবর রাখতে হবে।