১/১০

এবারের চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেঞ্চুরিয়ান কে?

Qiuz answer

উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০৭ রান করেন নিউজিল্যান্ড ওপেনার ইয়াং। ওই ম্যাচে পরে তিন অঙ্ক ছুঁয়েছেন টম ল্যাথামও।

উইল ইয়াং

টম ল্যাথাম

তাওহিদ হৃদয়

শুবমান গিল

২/১০

এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ইতালির একমাত্র প্রতিনিধি কারা?

Qiuz answer

ইতালির পাঁচ ক্লাবের মাত্র একটি টিকে আছে এখন পর্যন্ত।

আতালান্তা

ইন্টার মিলান

এসি মিলান

জুভেন্টাস

৩/১০

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম বোলার কে?

Qiuz answer

ভারতের পেসার শামি বাংলাদেশের বিপক্ষে ৫৩ রানে ৫ উইকেট পেয়েছেন।

আজমতউল্লাহ ওমরজাই

মাইকেল ব্রেসওয়েল

মিচেল স্যান্টনার

মোহাম্মদ শামি

৪/১০

ছেলেদের টেনিসে টানা সবচেয়ে বেশি সপ্তাহ এক নম্বর থাকার রেকর্ড কার?

Qiuz answer

২০০৪ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২০০৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত টানা ২৩৭ সপ্তাহ এক নম্বর ছিলেন ২০ বারের গ্র্যান্ড স্লাম একক চ্যাম্পিয়ন।

ইভান লেন্ডল

নোভাক জোকোভিচ

রজার ফেদেরার

রাফায়েল নাদাল

৫/১০

ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ১৪ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে কার রেকর্ড ভেঙেছেন কোহলি?

Qiuz answer

২৮৭ ইনিংসে ১৪ হাজার ছুঁয়েছেন কোহলি। টেন্ডুলকারের লেগেছিল ৩৫০ ইনিংস।

কুমার সাঙ্গাকারা

মাহেলা জয়াবর্ধনে

রিকি পন্টিং

শচীন টেন্ডুলকার

৬/১০

বাংলাদেশের টেবিল টেনিস কিংবদন্তি জোবেরা রহমান লিনু কতবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন?

Qiuz answer

১৯৭৭ থেকে ২০০১ সালের মধ্যে ১৬ বার চ্যাম্পিয়ন হন লিনু।

১৪

১৫

১৬

১৭

৭/১০

ওয়ানডেতে এক দেশের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি কার?

Qiuz answer

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ১০টি সেঞ্চুরি ভারতের কোহলির।

অ্যারন ফিঞ্চ

বিরাট কোহলি

রোহিত শর্মা

শচীন টেন্ডুলকার

৮/১০

দাবায় সবচেয়ে বেশি বছর বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন কে?

Qiuz answer

১৮৯৪ থেকে ১৯২১ সাল পর্যন্ত টানা বিশ্ব চ্যাম্পিয়নস ছিলেন এই জার্মান দাবাড়ু।

আনাতলি কারপভ

আলেকসান্দার আলেখিন

ইমানুয়েল লাসকার

গ্যারি কাসপারভ

৯/১০

স্বাগতিক হিসেবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ী একমাত্র দল কারা?

Qiuz answer

২০০২ সালে স্বাগতিক শ্রীলঙ্কা ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।

অস্ট্রেলিয়া

ইংল্যান্ড

ভারত

শ্রীলঙ্কা

১০/১০

ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কে?

Qiuz answer

অ্যাস্টন ভিলা, ম্যান সিটি, এভারটন ও ওয়েস্ট ব্রমের হয়ে ৬৫৩ ম্যাচ খেলেছেন ইংলিশ মিডফিল্ডার।

গ্যারেথ ব্যারি

জেমস মিলনার

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড

রায়ান গিগস

প্রশ্নের উত্তর বাকি

Winner Close to Win Medium Loser
/ ১০

অভিনন্দন! খেলা নিয়ে আপনার জানাশোনা দারুণ। একটা ট্রফি অবশ্যই আপনার প্রাপ্য।

বাহ্, দারুণ! আরেকটু চেষ্টা করুন, দশে দশ পাওয়া আপনার জন্য কঠিন কিছু নয়।

আপনি বেশ ভালো করেছেন। খেলার খোঁজখবর ভালোই রাখেন দেখছি।

আপনি পাশ মার্ক পেয়েছেন, বলা যায়। আরও ভালো করার সুযোগ যে আছে, তা তো বুঝতেই পারছেন।

দুঃখিত, আপনি ভালো করতে পারেননি। খেলা নিয়ে আরও খোঁজখবর রাখতে হবে।