১/১০

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কোন দলটি কখনো চ্যাম্পিয়ন হয়নি?

Qiuz answer

ইংল্যান্ডের সর্বোচ্চ সাফল্য দুবার রানার্সআপ হওয়া।

অস্ট্রেলিয়া

ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ড

২/১০

এবারের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলে ডাবল হ্যাটট্রিক করেছেন কে?

Qiuz answer

রহমতগঞ্জের ঘানাইয়ান স্ট্রাইকার ওয়ান্ডারার্সের বিপক্ষে ৬ গোল করেন।

মিগুয়েল ফিগুয়েইরা

সানডে এমানুয়েল

সুলেমান দিয়াবাতে

স্যামুয়েল বোয়াটেং

৩/১০

স্বীকৃত টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কে?

Qiuz answer

ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার পোলার্ড স্বীকৃত টি–টোয়েন্টিতে ৬০০–এর বেশি ম্যাচ খেলা একমাত্র খেলোয়াড়।

কাইরন পোলার্ড

ক্রিস গেইল

ডোয়াইন ব্রাভো

শোয়েব মালিক

৪/১০

মেয়েদের পোল ভল্টের বিশ্ব রেকর্ড কার?

Qiuz answer

আউটডোরে ১৭ বার বিশ্ব রেকর্ড ভেঙেছেন রুশ পোল ভল্টার, সর্বশেষ ২০০৯ সালে।

ইয়েলেনা ইসিনবায়েভা

কেটি মুন

স্ট্যাসি ড্রাগিলা

সভেতলানা ফিওফানোভা

৫/১০

ক্রিকেটে বাবা–ছেলে জুটি নয় কারা?

Qiuz answer

শন মার্শ জিওফ মার্শের ছেলে। রডনি মার্শের তিন ছেলে ক্রিকেট খেললেও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

ক্রিস ব্রড–স্টুয়ার্ট ব্রড

পিটার পোলক–শন পোলক

রডনি মার্শ–শন মার্শ

হানিফ মোহাম্মদ–শোয়েব মোহাম্মদ

৬/১০

অলিম্পিক পদক ও অস্কার জেতা প্রথম খেলোয়াড় কে?

Qiuz answer

২০১৮ সালে ডিয়ার বাস্কেটবল শর্ট ফিল্মের জন্য অস্কার জেতেন যুক্তরাষ্ট্রের অলিম্পিক সোনাজয়ী বাস্কেটবল তারকা ব্রায়ান্ট।

কোবি ব্রায়ান্ট

ম্যাজিক জনসন

শাকিল ও’নিল

স্টিভেন কারি

৭/১০

মেয়েদের ওয়ানডেতে সবচেয়ে বেশি রান কার?

Qiuz answer

ভারতের সাবেক অধিনায়ক মিতালি ৭ হাজার ৮০৫ রান করেছেন। আর কারও ৬ হাজার রানও নেই।

বেলিন্ডা ক্লার্ক

মিতালি রাজ

সারা টেলর

সুজি বেটস

৮/১০

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে রজার ফেদেরারের কোন রেকর্ডটি কেড়ে নিয়েছেন নোভাক জোকোভিচ?

Qiuz answer

দ্বিতীয় রাউন্ড খেলতে নেমেই ফেদেরারকে (৪২৯) ছাড়িয়ে গেছেন জোকোভিচ।

গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি জয়

গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ম্যাচ

গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি বার ৩য় রাউন্ড

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম খেলা

৯/১০

বিশ্ব একাদশ কিংবা এশিয়া একাদশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি বাংলাদেশের কোন ক্রিকেটার?

Qiuz answer

৪৪৭ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের সব কটি ম্যাচই সাকিব খেলেছেন বাংলাদেশের হয়ে।

তামিম ইকবাল

মোহাম্মদ আশরাফুল

মোহাম্মদ রফিক

সাকিব আল হাসান

১০/১০

রেকর্ড ৩১ বার কোপা দেল রে জিতেছে বার্সেলোনা। দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা কোন দলের?

Qiuz answer

২৪ বার চ্যাম্পিয়ন হয়েছে বিলবাও, সর্বশেষ গত মৌসুমে।

আতলেতিকো মাদ্রিদ

অ্যাথলেটিক বিলবাও

ভ্যালেন্সিয়া

রিয়াল মাদ্রিদ

প্রশ্নের উত্তর বাকি

Winner Close to Win Medium Loser
/ ১০

অভিনন্দন! খেলা নিয়ে আপনার জানাশোনা দারুণ। একটা ট্রফি অবশ্যই আপনার প্রাপ্য।

বাহ্, দারুণ! আরেকটু চেষ্টা করুন, দশে দশ পাওয়া আপনার জন্য কঠিন কিছু নয়।

আপনি বেশ ভালো করেছেন। খেলার খোঁজখবর ভালোই রাখেন দেখছি।

আপনি পাশ মার্ক পেয়েছেন, বলা যায়। আরও ভালো করার সুযোগ যে আছে, তা তো বুঝতেই পারছেন।

দুঃখিত, আপনি ভালো করতে পারেননি। খেলা নিয়ে আরও খোঁজখবর রাখতে হবে।