১/১০

রেকর্ড কতবার উয়েফা সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ?

Qiuz answer

এবার আতালান্তাকে হারিয়ে বার্সেলোনা ও এসি মিলানকে পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদ।

২/১০

প্যারিস অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জিতেছেন কে?

Qiuz answer

চীনা সাঁতারু ঝ্যাং ইয়ুফেই ১টি রুপা, ৫টি ব্রোঞ্জসহ সর্বোচ্চ ৬টি পদক জিতেছেন।

কাইলি ম্যাকেওন

ঝ্যাং ইয়ুফেই

লিঁও মারশাঁ

সিমোন বাইলস

৩/১০

কোন ক্লাব ২২ বছর পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে?

Qiuz answer

২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে ২২ বছর পর প্রিমিয়ার লিগে ওঠে ইপসউইচ।

ইপসউইচ টাউন

বোর্নমাউথ

সাউদাম্পটন

ব্রিস্টল সিটি

৪/১০

ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের ট্রফির নাম কী?

Qiuz answer

২০০০-০১ মৌসুম থেকে প্রোটিয়া-ক্যারিবীয় টেস্ট সিরিজের জয়ী দল পাচ্ছে স্যার ভিভিয়ান রিচার্ডস ট্রফি। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য একবারও ট্রফি জিততে পারেনি।

নেলসন ম্যান্ডেলা ট্রফি

উইজডেন ট্রফি

স্যার ভিভিয়ান রিচার্ডস ট্রফি

দ্য ফ্রিডম ট্রফি

৫/১০

বাংলাদেশ প্রথম তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে কোন দলের বিপক্ষে?

Qiuz answer

এ পর্যন্ত তিনটি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রথমটি ২০০৩ সালে পাকিস্তান সফরে।

ওয়েস্ট ইন্ডিজ

জিম্বাবুয়ে

শ্রীলঙ্কা

পাকিস্তান

৬/১০

প্যারিস অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন কে?

Qiuz answer

১০০ মিটারের সোনা জিতে সেন্ট লুসিয়াকে অলিম্পিক ইতিহাসে প্রথম পদক এনে দেন জুলিয়েন আলফ্রেড।

গ্যাবি টমাস

জুলিয়েন আলফ্রেড

মেলিসা জেফারসন

শা’কারি রিচার্ডসন

৭/১০

টেস্টে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে?

Qiuz answer

২০০৩ সালে করাচি টেস্টে দ্বিতীয় ইনিংসে ১০৮ রান করেন হাবিবুল। ওই সিরিজে পরে পেশোয়ারে সেঞ্চুরি পান জাভেদ ওমর।

মোহাম্মদ আশরাফুল

জাভেদ ওমর

রাজিন সালেহ

হাবিবুল বাশার

৮/১০

প্যারিসে ছেলেদের জ্যাভেলিন থ্রোতে সোনা জিতে ইতিহাস গড়েছেন কে?

Qiuz answer

নতুন অলিম্পিক রেকর্ড গড়া আরশাদ নাদিম অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে পাকিস্তানকে প্রথম সোনা এনে দিয়েছেন।

আরশাদ নাদিম

নীরজ চোপড়া

অ্যান্ডারসন পিটার্স

মিখায়লো কোকহান

৯/১০

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বয়সী কোচ কে?

Qiuz answer

ব্রাইটনের ৩১ বছর বয়সী হুরসেলারই প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী স্থায়ী কোচ।

আন্দোনি ইরাওলা

ফাবিয়ান হুরসেলার

এনজো মারেসকা

মার্কো সিলভা

১০/১০

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অভিষেক হবে কোন খেলাটির?

Qiuz answer

২০২৮ সালেই প্রথমবার অলিম্পিকে হবে স্কোয়াশ খেলা।

ক্রিকেট

বেসবল

স্কোয়াশ

নেট বল

প্রশ্নের উত্তর বাকি

Winner Close to Win Medium Loser
/ ১০

অভিনন্দন! খেলা নিয়ে আপনার জানাশোনা দারুণ। একটা ট্রফি অবশ্যই আপনার প্রাপ্য।

বাহ্, দারুণ! আরেকটু চেষ্টা করুন, দশে দশ পাওয়া আপনার জন্য কঠিন কিছু নয়।

আপনি বেশ ভালো করেছেন। খেলার খোঁজখবর ভালোই রাখেন দেখছি।

আপনি পাশ মার্ক পেয়েছেন, বলা যায়। আরও ভালো করার সুযোগ যে আছে, তা তো বুঝতেই পারছেন।

দুঃখিত, আপনি ভালো করতে পারেননি। খেলা নিয়ে আরও খোঁজখবর রাখতে হবে।