১/১০

টেস্ট ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান কে?

Qiuz answer

১৮৮৪ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২১১ রান করেন অস্ট্রেলিয়া ব্যাটসম্যান।

চার্লস ব্যানারম্যান

বিলি মারডক

অ্যান্ডি স্যান্ডহাম

ডব্লু জি গ্রেস

২/১০

আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোল করা প্রথম খেলোয়াড় কে?

Qiuz answer

২০০৪ সালে বিশ্বকাপ বাছাইপর্বে লাওসের বিপক্ষে শততম গোলটি করেন ইরানের ফরোয়ার্ড।

ক্রিস্টিয়ানো রোনালদো

মোখতার দাহারি

লিওনেল মেসি

আলী দাইয়ি

৩/১০

আন্তর্জাতিক টি–টোয়েন্টির জন্ম কত সালে?

Qiuz answer

২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অকল্যান্ডের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

২০০৩

২০০৪

২০০৫

২০০৬

৪/১০

গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করা প্রথম এশীয় শহর কোনটি?

Qiuz answer

১৯৬৪ সালে এশিয়া মহাদেশের প্রথম অলিম্পিক আয়োজন করে জাপানের টোকিও।

টোকিও

পিওংচ্যাং

বেইজিং

সিউল

৫/১০

১০০ মিটারে উসাইন বোল্ট ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন হয়ে কত সালে?

Qiuz answer

২০০৯ সালে বার্লিনে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন জ্যামাইকান স্প্রিন্টার।

২০০৮

২০০৯

২০১১

২০১২

৬/১০

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম ৪ উইকেট নিয়েছেন কে?

Qiuz answer

১৯৯৫ এশিয়া কাপে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রানে ৪ উইকেট নেন বাংলাদেশের পেসার।

হাসিবুল হোসেন

জাহাঙ্গীর শাহ বাদশা

মোহাম্মদ রফিক

সাইফুল ইসলাম

৭/১০

ক্যালকাটা (কলকাতা) কাপ কোন খেলার বিজয়ীরা পেয়ে থাকেন?

Qiuz answer

ইংল্যান্ড–স্কটল্যান্ড রাগবি ম্যাচের বিজয়ীদের হাতে ওঠে ক্যালকাটা কাপ।

ফুটবল

ক্রিকেট

রাগবি

হকি

৮/১০

আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন কারা?

Qiuz answer

২০০৮ সালের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেন ওয়ার্নের রাজস্থান।

ডেকান চার্জার্স

রাজস্থান রয়্যালস

মুম্বাই ইন্ডিয়ানস

চেন্নাই সুপার কিংস

৯/১০

প্রিমিয়ার লিগ যুগে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে প্রথম চ্যাম্পিয়ন কারা?

Qiuz answer

২৬ বছর পর ১৯৯২–৯৩ মৌসুমে প্রথমবার ইংল্যান্ডের শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড।

ম্যানচেস্টার ইউনাইটেড

লিডস ইউনাইটেড

ব্ল্যাকবার্ন রোভার্স

আর্সেনাল

১০/১০

এশিয়ান গেমসে ব্যক্তিগত পদকজয়ী বাংলাদেশের একমাত্র অ্যাথলেট কে?

Qiuz answer

১৯৮৬ সিউল এশিয়াডে লাইট হেভিওয়েট বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের মোশাররফ হোসেন।

শাহ আলম

মোশাররফ হোসেন

আবদুল্লাহ হেল বাকি

আতিকুর রহমান

প্রশ্নের উত্তর বাকি

Winner Close to Win Medium Loser
/ ১০

অভিনন্দন! খেলা নিয়ে আপনার জানাশোনা দারুণ। একটা ট্রফি অবশ্যই আপনার প্রাপ্য।

বাহ্, দারুণ! আরেকটু চেষ্টা করুন, দশে দশ পাওয়া আপনার জন্য কঠিন কিছু নয়।

আপনি বেশ ভালো করেছেন। খেলার খোঁজখবর ভালোই রাখেন দেখছি।

আপনি পাশ মার্ক পেয়েছেন, বলা যায়। আরও ভালো করার সুযোগ যে আছে, তা তো বুঝতেই পারছেন।

দুঃখিত, আপনি ভালো করতে পারেননি। খেলা নিয়ে আরও খোঁজখবর রাখতে হবে।