১/১০

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের অভিষেক কত সালে?

Qiuz answer

খুলনায় অভিষেক ম্যাচে জিম্বাবুয়েকে ৪৩ রানে হারায় বাংলাদেশ।

২০০৫

২০০৭

২০০৮

২০০৬

২/১০

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে?

Qiuz answer

আন্তর্জাতিক ক্রিকেটে ওই একটি ম্যাচেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শাহরিয়ার নাফীস।

হাবিবুল বাশার

শাহরিয়ার নাফীস

মোহাম্মদ আশরাফুল

খালেদ মাসুদ

৩/১০

বাংলাদেশের অভিষেক টি–টোয়েন্টিতে ছিলেন না কোন খেলোয়াড়?

Qiuz answer

হাবিবুল বাশার পুরো ক্যারিয়ারে আন্তর্জাতিক তো নয়ই, কোনো স্বীকৃত টি–টোয়েন্টিও খেলেননি।

ফরহাদ রেজা

নাজমুস সাদাত

হাবিবুল বাশার

নাদিফ চৌধুরী

৪/১০

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম ফিফটি পেয়েছেন কে?

Qiuz answer

২০০৭ সাল কেনিয়ার নাইরোবিতে ত্রিদেশীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ৫০ বলে ৮১ রান করেন নাজিমউদ্দিন।

নাজিমউদ্দিন

মোহাম্মদ আশরাফুল

মুশফিকুর রহিম

সাকিব আল হাসান

৫/১০

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম ৪ উইকেট নিয়েছেন কে?

Qiuz answer

২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৪ রানে ৪ উইকেট নেন সাকিব।

মাশরাফি বিন মুর্তজা

আবদুর রাজ্জাক

মোহাম্মদ রফিক

সাকিব আল হাসান

৬/১০

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং কার?

Qiuz answer

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট পেয়েছিলেন ইলিয়াস সানি (৫/১৩, বিপক্ষ আয়ারল্যান্ড, ২০১২)।

সাকিব আল হাসান

ইলিয়াস সানি

মাশরাফি বিন মুর্তজা

শাহাদাত হোসেন

৭/১০

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা কার?

Qiuz answer

৬৪টি ছক্কা মাহমুদউল্লাহর। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের ৫০টি ছক্কাও নেই।

সৌম্য সরকার

সাকিব আল হাসান

মাহমুদউল্লাহ

তামিম ইকবাল

৮/১০

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটি করেছেন তামিম ইকবাল। কোন দলের বিপক্ষে?

Qiuz answer

২০১৬ বিশ্বকাপে ধর্মশালায় তামিমের ১০৩ রানের ইনিংসটি টি–টোয়েন্টিতে এখনো একমাত্র সেঞ্চুরি হয়ে আছে বাংলাদেশের।

স্কটল্যান্ড

আয়ারল্যান্ড

হংকং

ওমান

৯/১০

একাধিকবার খেলেও কোন দলটিকে এখনো টি–টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ?

Qiuz answer

দুটি ম্যাচ খেলে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া হয়নি বাংলাদেশের।

ভারত

পাকিস্তান

অস্ট্রেলিয়া

স্কটল্যান্ড

১০/১০

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটি কার?

Qiuz answer

২০২৩ সালের ২৯ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ১৮ বলে ফিফটি করেন লিটন দাস।

নাজিমউদ্দিন

মুশফিকুর রহিম

লিটন দাস

মোহাম্মদ আশরাফুল

প্রশ্নের উত্তর বাকি

Winner Close to Win Medium Loser
/ ১০

অভিনন্দন! খেলা নিয়ে আপনার জানাশোনা দারুণ। একটা ট্রফি অবশ্যই আপনার প্রাপ্য।

বাহ্, দারুণ! আরেকটু চেষ্টা করুন, দশে দশ পাওয়া আপনার জন্য কঠিন কিছু নয়।

আপনি বেশ ভালো করেছেন। খেলার খোঁজখবর ভালোই রাখেন দেখছি।

আপনি পাশ মার্ক পেয়েছেন, বলা যায়। আরও ভালো করার সুযোগ যে আছে, তা তো বুঝতেই পারছেন।

দুঃখিত, আপনি ভালো করতে পারেননি। খেলা নিয়ে আরও খোঁজখবর রাখতে হবে।