১/১০

ক্যারিয়ারের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি করেছেন কোন ব্যাটসম্যান?

Qiuz answer

রেজিন্যাল্ড ডাফ, বিল পন্সফোর্ড, গ্রেগ চ্যাপেল, মোহাম্মদ আজহারউদ্দিন ও অ্যালিস্টার কুক—এই পাঁচজন অভিষেক ও শেষ টেস্টে সেঞ্চুরি করেছেন।

জাভেদ মিয়াঁদাদ

অ্যালিস্টার কুক

গর্ডন গ্রিনিজ

সৌরভ গাঙ্গুলী

২/১০

আফ্রিকা কাপ অব নেশনসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কারা?

Qiuz answer

সাতবার আফ্রিকার সেরা হয়েছে মিসর। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন ক্যামেরুন।

ক্যামেরুন

ঘানা

নাইজেরিয়া

মিসর

৩/১০

অস্ট্রেলিয়া ওপেনজয়ী সর্বশেষ অস্ট্রেলীয় নারী খেলোয়াড় কে?

Qiuz answer

২০২২ সালে চ্যাম্পিয়ন হয়ে মেয়েদের এককে অস্ট্রেলিয়ার ৪৪ বছরের খরা ঘুচিয়েছিলেন বার্টি।

মার্গারেট কোর্ট

ক্রিস ও’নিল

অ্যাশলেই বার্টি

ইভোন গুলাগং

৪/১০

বাংলাদেশ গলফার সিদ্দিকুর রহমান এশিয়ান ট্যুরে কতটি শিরোপা জিতেছেন?

Qiuz answer

সিদ্দিকুর ২০১০ সালে ব্রুনেই ওপেন ও ২০১৩ সালে হিরো ইন্ডিয়ান ওপেন জয় করেন।

৫/১০

২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ পদকজয়ী বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক কে ছিলেন?

Qiuz answer

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে এশিয়ান গেমসে অভিষেক হয় সাইফের।

সাইফ হাসান

জাকির হাসান

মাহমুদুল হাসান

আফিফ হোসেন

৬/১০

২০৩০ বিশ্বকাপ ফুটবলে স্বাগতিক নয় কোন দেশটি?

Qiuz answer

আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, স্পেন, পর্তুগাল ও মরক্কো—তিন মহাদেশের ছয় দেশে হবে ২০৩০ বিশ্বকাপ ফুটবল।

আর্জেন্টিনা

প্যারাগুয়ে

পর্তুগাল

চিলি

৭/১০

মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান কার?

Qiuz answer

মেয়েদের ওয়ানডেতে ১৪৯৫ রান ফারজানার। ৯৬৩ রান নিয়ে দুইয়ে রুমানা।

নিগার সুলতানা

রুমানা আহমেদ

ফারজানা হক

সালমা খাতুন

৮/১০

এবারের চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে সর্বোচ্চ ৫ গোল করেছেন চারজন। সেই চারে নেই কোনজন?

Qiuz answer

ইংলিশ স্ট্রাইকার এবার বায়ার্ন মিউনিখের হয়ে ৪ গোল করেছেন।

রাসমুস হইলুন্দ

আলভারো মোরাতা

আঁতোয়ান গ্রিজমান

হ্যারি কেইন

৯/১০

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন কোন দলের বোলাররা?

Qiuz answer

ইংল্যান্ডের ১৩ বোলার ১৪টি হ্যাটট্রিক করেছেন টেস্টে। দুটি হ্যাটট্রিক আছে স্টুয়ার্ট ব্রডের।

অস্ট্রেলিয়া

ইংল্যান্ড

পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজ

১০/১০

সাহিত্যে নোবেলজয়ী একমাত্র প্রথম শ্রেণির ক্রিকেটার কে?

Qiuz answer

সাহিত্যে নোবেলজয়ী আইরিশ সাহিত্যিক বেকেট ১৯২৫ ও ১৯২৬ সালে ডাবলিন ইউনিভার্সিটির হয়ে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন।

হ্যারল্ড পিন্টার

জর্জ বার্নার্ড শ

স্যামুয়েল বেকেট

রুডইয়ার্ড কিপলিং

প্রশ্নের উত্তর বাকি

Winner Close to Win Medium Loser
/ ১০

অভিনন্দন! খেলা নিয়ে আপনার জানাশোনা দারুণ। একটা ট্রফি অবশ্যই আপনার প্রাপ্য।

বাহ্, দারুণ! আরেকটু চেষ্টা করুন, দশে দশ পাওয়া আপনার জন্য কঠিন কিছু নয়।

আপনি বেশ ভালো করেছেন। খেলার খোঁজখবর ভালোই রাখেন দেখছি।

আপনি পাশ মার্ক পেয়েছেন, বলা যায়। আরও ভালো করার সুযোগ যে আছে, তা তো বুঝতেই পারছেন।

দুঃখিত, আপনি ভালো করতে পারেননি। খেলা নিয়ে আরও খোঁজখবর রাখতে হবে।