১/১০

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রথম ম্যাচ ২০০০ সালে। সেই ম্যাচটা কোন দেশে হয়েছিল?

Qiuz answer

নাইরোবির জিমখানা মাঠে আইসিসি নকআউট টুর্নামেন্টে প্রথম দেখা হয়েছিল বাংলাদেশ ও ইংল্যান্ডের।

ইংল্যান্ড

শ্রীলঙ্কা

জিম্বাবুয়ে

কেনিয়া

২/১০

২০০৩ সালে বাংলাদেশে সফরের ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই ফিফটি পেয়েছিলেন ইংল্যান্ডের কোন খেলোয়াড়?

Qiuz answer

তিন ম্যাচেই ফিফটি করে অপরাজিত থাকা ফ্রেডি সিরিজে সর্বোচ্চ ৭ উইকেটও নিয়েছিলেন।

মার্কাস ট্রেসকোথিক

অ্যান্ড্রু ফ্লিনটফ

মাইকেল ভন

পল কলিংউড

৩/১০

ওয়ানডেতে একই ম্যাচে সেঞ্চুরি ও ৬ উইকেটের একমাত্র কীর্তিটি বাংলাদেশের বিপক্ষেই এক ইংলিশ অলরাউন্ডারের। তিনি কে?

Qiuz answer

২০০৫ সালে ন্যাটওয়েস্ট ট্রফিতে ট্রেন্ট ব্রিজে অপরাজিত ১১২ রান করার পর বোলিংয়ে ৩১ রানে ৬ উইকেট নেন কলিংউড।

অ্যান্ড্রু ফ্লিনটফ

মঈন আলী

পল কলিংউড

ক্রিস ওকস

৪/১০

ওয়ানডেতে বাংলাদেশ কত সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পায়?

Qiuz answer

ব্রিস্টলে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচটি বাংলাদেশ জেতে ৫ রানে।

২০০৫

২০১০

২০১১

২০১৫

৫/১০

২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ে ম্যাচসেরা হয়েছিলেন কে?

Qiuz answer

নবম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ-শফিউল ৫৮ রান যোগ করলেও ৬০ রান করে ম্যাচসেরা হয়েছিলেন ওপেনার ইমরুল কায়েস।

মাহমুদউল্লাহ

শফিউল ইসলাম

ইমরুল কায়েস

রুবেল হোসেন

৬/১০

২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ প্রথমবার কোন পর্বে খেলা নিশ্চিত করেছিল?

Qiuz answer

অ্যাডিলেডের সেই ম্যাচে ১৫ রানে জেতে বাংলাদেশ। মাহমুদউল্লাহর সেঞ্চুরির পর ৪ উইকেট নিয়েছিলেন রুবেল হোসেন।

সুপার সিক্স

সুপার এইট

সেমিফাইনাল

কোয়ার্টার ফাইনাল

৭/১০

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডেতে দুটি ১৫০ ছাড়ানো ইনিংস আছে কার?

Qiuz answer

২০০৫ সালে ট্রেন্ট ব্রিজে ১৫২ রান করেছিলেন স্ট্রা্উস, পরে ২০১০ সালে এজবাস্টনে করেন ১৫৪ রান।

অ্যান্ড্রু স্ট্রাউস

জেসন রয়

তামিম ইকবাল

জো রুট

৮/১০

এবারের সিরিজের আগে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট কার?

Qiuz answer

ইংল্যান্ডের বিপক্ষে ১৪টি ওয়ানডে খেলে ১৭ উইকেট নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

অ্যান্ড্রু ফ্লিনটফ

সাকিব আল হাসান

মাশরাফি বিন মুর্তজা

জেমস অ্যান্ডারসন

৯/১০

বাংলাদেশ ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে কত সালে?

Qiuz answer

এরপর চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপ মিলিয়ে ইংল্যান্ডে অবশ্য ১২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

২০০৫

২০১০

২০১৪

২০১৯

১০/১০

ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটা ইংল্যান্ডের বিপক্ষেই, বোলারের নাম কী?

Qiuz answer

২০১০ সালে এজবাস্টনে ৯ ওভারে ৯৭ রান দিয়েছিলেন বাংলাদেশের পেসার।

মোস্তাফিজুর রহমান

তাসকিন আহমেদ

শফিউল ইসলাম

আবদুর রাজ্জাক

প্রশ্নের উত্তর বাকি

Winner Close to Win Medium Loser
/ ১০

অভিনন্দন! খেলা নিয়ে আপনার জানাশোনা দারুণ। একটা ট্রফি অবশ্যই আপনার প্রাপ্য।

বাহ্, দারুণ! আরেকটু চেষ্টা করুন, দশে দশ পাওয়া আপনার জন্য কঠিন কিছু নয়।

আপনি বেশ ভালো করেছেন। খেলার খোঁজখবর ভালোই রাখেন দেখছি।

আপনি পাশ মার্ক পেয়েছেন, বলা যায়। আরও ভালো করার সুযোগ যে আছে, তা তো বুঝতেই পারছেন।

দুঃখিত, আপনি ভালো করতে পারেননি। খেলা নিয়ে আরও খোঁজখবর রাখতে হবে।