১/১০

মেয়েদের বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কারা?

Qiuz answer

এবারের আগে চারবার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা।

ব্রাজিল

জার্মানি

জাপান

যুক্তরাষ্ট্র

২/১০

টানা অ্যাশেজ সিরিজ জয়ের রেকর্ড ভাগাভাগি করছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কতবার?

Qiuz answer

ইংল্যান্ড ১৮৮২-৮৩ মৌসুম থেকে ১৮৯০ ও অস্ট্রেলিয়া ১৯৮৯ থেকে ২০০২-৩ মৌসুম পর্যন্ত টানা ৮টি অ্যাশেজ সিরিজ জেতে।

৩/১০

এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথমবার ফাইনাল খেলেছে কত সালে?

Qiuz answer

২০১২ সালের মিরপুরে সেই ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হারে বাংলাদেশ।

২০০৮

২০১২

২০১৬

২০১৮

৪/১০

এশিয়ান গেমসে কোন খেলায় বাংলাদেশ সবচেয়ে বেশি পদক জিতেছে?

Qiuz answer

এশিয়ান গেমসে বাংলাদেশের ১২টি পদকের ৭টিই এসেছে কাবাডি থেকে (৩ রুপা, ৪ ব্রোঞ্জ)।

শুটিং

কাবাডি

ক্রিকেট

আর্চারি

৫/১০

ছেলেদের বিশ্বকাপ হকিতে সবচেয়ে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে কারা?

Qiuz answer

হকিতে সর্বোচ্চ চারবার বিশ্বসেরা হয়েছে পাকিস্তান, সর্বশেষ ১৯৯৪ সালে।

পাকিস্তান

ভারত

জার্মানি

অস্ট্রেলিয়া

৬/১০

কোন ক্লাবটি আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে না?

Qiuz answer

১১ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগ নেই সাবেক চ্যাম্পিয়ন ইতালিয়ান ক্লাবটি।

লাঁস

নিউক্যাসল

জুভেন্টাস

সেভিয়া

৭/১০

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশিবার বর্ষসেরা হয়েছেন কে?

Qiuz answer

সুইজারল্যান্ডের টেনিস কিংবদন্তি পাঁচবার জিতেছেন বিশ্বসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার।

সেরেনা উইলিয়ামস

উসাইন বোল্ট

রজার ফেদেরার

নোভাক জোকোভিচ

৮/১০

টেস্ট অভিষেকে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি পাওয়া একমাত্র ক্রিকেটার কে?

Qiuz answer

১৯৯২ সালে জিম্বাবুয়ের টেস্ট অভিষেকে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ে অধিনায়ক ডেভ হটন।

ডেভ হটন

সিকে নাইডু

লি জারমন

নাঈমুর রহমান

৯/১০

নারী-পুরুষ মিলিয়ে উইম্বলডনে সবচেয়ে বেশি একক শিরোপা জিতেছেন কে?

Qiuz answer

১৯৭৮ থেকে ১৯৯০ সালের মধ্যে ৯ বার উইম্বলডনের নারী একক জিতেছেন নাভ্রাতিলোভা।

রজার ফেদেরার

হেলেন উইলস মুডি

মার্টিনা নাভ্রাতিলোভা

পিট সাম্প্রাস

১০/১০

আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই বাংলাদেশের অধিনায়কত্ব করেননি কে?

Qiuz answer

২০০টি ম্যাচ খেললেও বাংলাদেশের হয়ে কখনো অধিনায়কত্ব করা হয়নি বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের।

মোহাম্মদ আশরাফুল

রাজিন সালেহ

মোসাদ্দেক হোসেন

আবদুর রাজ্জাক

প্রশ্নের উত্তর বাকি

Winner Close to Win Medium Loser
/ ১০

অভিনন্দন! খেলা নিয়ে আপনার জানাশোনা দারুণ। একটা ট্রফি অবশ্যই আপনার প্রাপ্য।

বাহ্, দারুণ! আরেকটু চেষ্টা করুন, দশে দশ পাওয়া আপনার জন্য কঠিন কিছু নয়।

আপনি বেশ ভালো করেছেন। খেলার খোঁজখবর ভালোই রাখেন দেখছি।

আপনি পাশ মার্ক পেয়েছেন, বলা যায়। আরও ভালো করার সুযোগ যে আছে, তা তো বুঝতেই পারছেন।

দুঃখিত, আপনি ভালো করতে পারেননি। খেলা নিয়ে আরও খোঁজখবর রাখতে হবে।