১/১০

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অভিষেক কত সালে?

Qiuz answer

১৯৮৬ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বাংলাদেশের, প্রথম ম্যাচটি ছিল পাকিস্তানের বিপক্ষে।

১৯৮৮

১৯৮৬

১৯৯৭

১৯৮৪

২/১০

দাবায় উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার কে?

Qiuz answer

১৯৮৭ সালে উপমহাদেশের প্রথম দাবাড়ু হিসেবে গ্র্যান্ড মাস্টার খেতাব পান বাংলাদেশের নিয়াজ মোরশেদ।

দিব্যেন্দু বড়ুয়া

বিশ্বনাথন আনন্দ

জিয়াউর রহমান

নিয়াজ মোরশেদ

৩/১০

স্বাগতিক হিসেবে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া সর্বশেষ দল কোনটি?

Qiuz answer

১৯৯৮ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জেতে দিদিয়ের দেশমের ফ্রান্স।

আর্জেন্টিনা

ফ্রান্স

ব্রাজিল

ইংল্যান্ড

৪/১০

বিশ্বকাপ হকিতে বর্তমান চ্যাম্পিয়ন কারা?

Qiuz answer

এ বছরের ২৯ জানুয়ারি পেনাল্টি শুটআউটে বেলজিয়ামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি।

ভারত

নেদারল্যান্ডস

বেলজিয়াম

জার্মানি

৫/১০

মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম অংশ নেয় কত সালে?

Qiuz answer

২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের মেয়েদের।

২০০৯

২০১২

২০১৪

২০১৬

৬/১০

বিপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি কার?

Qiuz answer

বিপিএলে ৫টি সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান।

ক্রিস গেইল

তামিম ইকবাল

নাজমুল হোসেন

এভিন লুইস

৭/১০

ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে কোন ক্লাবের খেলোয়াড়েরা সবচেয়ে বেশিবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন?

Qiuz answer

১৩ বার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন টটেনহামের খেলোয়াড়েরা। সর্বশেষ তিনবার হ্যারি কেইন।

লিভারপুল

আর্সেনাল

ম্যানচেস্টার ইউনাইটেড

টটেনহাম

৮/১০

এসএ গেমস (সাফ গেমস) ফুটবলে বাংলাদেশ প্রথম সোনা জেতে কত সালে?

Qiuz answer

১৯৯৯ সালে কাঠমান্ডু গেমসে ফাইনালে স্বাগতিক নেপালকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

১৯৯৩

১৯৯৫

১৯৯৯

২০১০

৯/১০

টোকিও অলিম্পিকের দ্রুততম মানব কে?

Qiuz answer

৯.৮০ সেকেন্ড সময় নিয়ে পুরুষ ১০০ মিটার স্প্রিন্টের সোনা জেতেন ইতালির লামন্ত মার্চেল ইয়াকবস।

ইয়োহান ব্লেক

মার্চেল ইয়াকবস

আন্দ্রে দি গ্রাস

ফ্রেড কার্লি

১০/১০

ছেলে–মেয়ে মিলিয়ে টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক জয়ের রেকর্ড কার?

Qiuz answer

অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট ক্যারিয়ারে শেষ ও ২৪তম গ্র্যান্ড স্লাম জেতেন ১৯৭৩ সালে ইউএস ওপেনে।

সেরেনা উইলিয়ামস

নোভাক জোকোভিচ

রাফায়েল নাদাল

মার্গারেট কোর্ট

প্রশ্নের উত্তর বাকি

Winner Close to Win Medium Loser
/ ১০

অভিনন্দন! খেলা নিয়ে আপনার জানাশোনা দারুণ। একটা ট্রফি অবশ্যই আপনার প্রাপ্য।

বাহ্, দারুণ! আরেকটু চেষ্টা করুন, দশে দশ পাওয়া আপনার জন্য কঠিন কিছু নয়।

আপনি বেশ ভালো করেছেন। খেলার খোঁজখবর ভালোই রাখেন দেখছি।

আপনি পাশ মার্ক পেয়েছেন, বলা যায়। আরও ভালো করার সুযোগ যে আছে, তা তো বুঝতেই পারছেন।

দুঃখিত, আপনি ভালো করতে পারেননি। খেলা নিয়ে আরও খোঁজখবর রাখতে হবে।