টিম রেজিস্ট্রেশন ফরম
সদস্য ১/দলনেতা
সদস্য ২
সদস্য ৩
প্রতিযোগিতার নিয়মাবলি
  • প্রতিযোগিতা হবে দলভিত্তিক। সদস্যদের একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী/স্নাতক হতে হবে।
  • প্রতিটি দলে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ তিনজন সদস্য থাকবেন। ইউজিসি কর্তৃক স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পর যেসব শিক্ষার্থী বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন—এমন স্নাতক প্রকৌশলী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
  • প্রতিটি দলে সর্বোচ্চ একজন স্নাতক প্রকৌশলী থাকতে পারবেন।
  • একজন শিক্ষার্থী একাধিক দলে থাকতে পারবেন না। কেউ একাধিক দলে থাকলে উভয় দলকে অযোগ্য ঘোষণা করা হবে।
  • শিক্ষার্থীদের স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে বিএনবিসি ২০২০ কোড এবং রাজউক ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ মেনে চলতে হবে।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে নিবন্ধন করতে হবে। https://www.prothomalo.com/engenius এই ওয়েব ঠিকানায় গিয়ে দলের নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, অংশগ্রহণকারী দলের সদস্যদের নাম, স্টুডেন্ট আইডি, ই–মেইল, ফোন নম্বরসহ নিবন্ধন করতে হবে।
  • নিবন্ধন করার পর প্রতিটি দলকে ই-মেইলের মাধ্যমে দলের রেজিস্ট্রেশন নম্বর এবং প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের সব প্রয়োজনীয় নথি পাঠানো হবে।
  • প্রতিযোগিতাটি তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে জেলা শহরে নির্মাণের জন্য একটি আবাসন ভবনের স্থাপত্য ডিজাইন, প্লটের অবস্থান, সয়েল টেস্টিং রিপোর্ট এবং আবাসের প্রয়োজনীয় সুযোগ–সুবিধা (যেমন বহুতল কি না, একাধিক পরিবার কি না) ইত্যাদি উল্লেখপূর্বক প্রতিযোগিতার জন্য এন্ট্রি আহ্বান করা হবে। প্রতিযোগী দলগুলো কেবল তাদের ডিজাইনের বিভিন্ন ধাপ জমা দেবে। প্রথম পর্যায়ে যেসব বিষয় প্রতিযোগীদের উল্লেখ করতে হবে, তার বিবরণ থাকবে। যেমন যৌক্তিকতাসহ বিম কলামের অবস্থান, প্রাথমিক ফাউন্ডেশন লে-আউট ইত্যাদি। প্রতিযোগী দলগুলো এ রকম পূর্বনির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে তাদের প্রাথমিক ডিজাইন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে জমা দেবে।
  • জিপিএইচ ইস্পাত–প্রথম আলো ইন–জিনিয়াস (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন)–সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য
    ওয়েবসাইট https://www.prothomalo.com/engenius
    ফেসবুক পেজঃ https://www.facebook.com/BdEngenius
    ই-মেইল [email protected]