প্রথম আলোর মূল শক্তি পাঠক। পাঠকের ভালোবাসায় প্রথম আলো ২৫ বছর পূর্ণ করতে যাচ্ছে। এই ২৫ বছরে প্রথম আলো সব সময় পাঠকের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে। চেষ্টা করেছে পাশে থাকার। কতটা পেরেছে তা নিয়ে পাঠকের নানা মতামত ছিল নানা সময়ে। ছিল অনেক প্রশ্নও। সেগুলোর প্রতিফলন দেখা গেছে নানা সভায়, চায়ের আড্ডায় কিংবা সোশ্যাল মিডিয়ায়। এখন সুযোগ এসেছে প্রশ্নগুলো সরাসরি করার। প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক মুখোমুখি হবেন পাঠকের। প্রথম আলো সরাসরি পাঠকের কাছ থেকে জানতে চায় তাঁদের প্রত্যাশা, মতামত, অভিযোগ ও অভিজ্ঞতা। চায় তাঁদের পরামর্শও। প্রিয় পাঠক, লিখে পাঠান প্রথম আলো নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত।

আপনার জিজ্ঞাসা

আপনার জিজ্ঞাসার জন্য
ধন্যবাদ
দুঃখিত!
আবার চেষ্টা করুন

পাঠকের জিজ্ঞাসা, সম্পাদকের জবাব