বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫
বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি–সংক্রান্ত খবর ও তথ্য ছড়িয়ে দিতে দ্বিতীয়বারের মতো প্রথম আলো আয়োজন করছে ‘বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব ২০২৫’। আগামী ১৫ ও ১৬ মে ২০২৫ বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আয়োজন। আয়োজনে প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান অংশ নেবে। বিশ্ববিদ্যালয়গুলো রাজধানীর বিভিন্ন প্রান্তে এবং দেশের বিভিন্ন জেলায় থাকার কারণে ভর্তির তথ্য যেমন ভর্তিপ্রক্রিয়া, খরচ, কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয় পড়ানো হয়, ক্রেডিট ট্রান্সফারসহ সব ধরনের তথ্য সরাসরি নিজের পছন্দের ক্যাম্পাসে গিয়ে সংগ্রহ করতে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হয়। তাই একই স্থান থেকে বিশ্ববিদ্যালয়গুলোর সব তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসবের এই আয়োজন।