তিনটি ক্যাটাগরিতে স্বাস্থ্য অলিম্পিয়াডের অনলাইন কুইজ অনুষ্ঠিত হবে।
প্রাইমারি: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫
জুনিয়র: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
সেকেন্ডারি: নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও–লেভেল পরীক্ষার্থী।
স্বাস্থ্যবিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য prothomalo.com/tbcampaign ঠিকানায় গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ইন্টারনেট-সংবলিত একটি ডিজিটাল ডিভাইস দিয়ে স্বাস্থ্যবিষয়ক অনলাইন কুইজে অংশগ্রহণ করা যাবে, যেখানে ওয়েব ব্রাউজ করার ব্যবস্থা আছে। যেমন স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার।
নিবন্ধন পর্ব সারা দেশে একযোগে শুরু হয়েছে এবং এটি ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে কুইজ শুরু হওয়ার আগপর্যন্ত চলবে। নিবন্ধন লিংক: prothomalo.com/tbcampaign
আপনার ই–মেইলের স্প্যাম হোল্ডারটি চেক করবেন।
নিবন্ধন করার জন্য ই–মেইল ও ফোন নম্বর আবশ্যক।
লগইন পেজে গিয়ে ”পাসওয়ার্ড ভুলে গেছেন?” অপশনে ক্লিক করে করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিসংখ্যক প্রশ্নের সঠিক উত্তরদাতা ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। কুইজ শেষ হওয়ার পর ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। এই ৬০ জন বিজয়ী অংশ নেবেন ‘জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াড ২০২৪’–এর কুইজ প্রতিযোগিতায়।
কুইজ শেষ হওয়ার পর (prothomalo.com/tbcampaign) এই লিংকে ফলাফল বাটনে ক্লিক করে বিজয়ী ৬০ জনের ফলাফল দেখতে পারবেন।
স্বাস্থ্য অলিম্পিয়াডের বুকলেট দেখতে এখানে ক্লিক করো
জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াডের তারিখ ও ভেন্যু ই–মেইলে জানিয়ে দেওয়া হবে।